টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা


Admin প্রকাশের সময় : ০২/০৫/২০১৯, ২:৫৭ AM
টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা

শেখ মাজহারুল ইসলাম সোহান, শিশু বার্তা, টাংগাইল প্রতিনিধিঃ 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মালতি হিন্দুধর্মীয় এক স্কুলছাত্রীকে অপহরণ করার চেষ্টা চালিয়েছে স্থানীয় কয়েক যুবক।

মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে নারান্দিয়া বাসস্ট্যান্ডের অদূরে এ ঘটনা ঘটে। পরে গ্রামবাসী ওই ছাত্রীকে উদ্ধার করে। ওই ছাত্রী উপজেলার নারান্দিয়া টিআরকেএন স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়ে। মেয়েটির বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮ বছর আগে মারা গেছেন। তার ভাই চা বিক্রি করে সংসার চালান।

জানা যায়, মালতিকে গ্রামের ঝন্টু সূত্রধরের ছেলে গোবিন্দ সূত্রধর (২২) দীর্ঘদিন যাবত ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছে। সে এলাকার বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত। মঙ্গলবার গোবিন্দ সূত্রধর ও আব্দুর রশিদের নেতৃত্বে মুখোশপরা একদল যুবক ওই শিক্ষার্থীর পথরোধ করে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পথে দেউপুর এলাকায় পৌঁছালে স্কুলছাত্রী চিৎকার দিলে স্থানীয়রা অটোরিকশা আটক করে। অবস্থার অবনতি দেখে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে দেউপুর গ্রামের কয়েক ব্যক্তি ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিভাবকরা বিষয়টি আমাকে জানিয়েছেন।

কালিহাতী থানার পরিদর্শক( ওসি)মীর মোশারফ হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। থানায় অভিযোগ পেলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেয়া হবে।