ডেস্ক রিপোর্টঃ
মেহেরপুরে গলায় বিস্কুট আটকে মিতা খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। মিতা মেহেরপুরের গাংনী উপজেলার নিত্যনন্দপুর গ্রামের সামিরন মন্ডল মিলনের মেয়ে।
জানা যায়, শিশু কন্যা মিতা বিস্কুট খেতে খেতে খেলা করছিল।এমন সময় হঠাৎ সে মাটিতে ঢলে পড়ে। মিতার মা তাপসী মন্ডল শিশুটিকে কোলে নিয়ে দেখেন তার গলায় বিস্কিট আটকে গেছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এসময় তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিশুটির করুণ মৃত্যুতে পরিবার সহ পুরো এলাকায় বইছে শোকের ছায়া।
গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব উদ্দীন স্বাধীন বলেন, গলায় বিস্কুট আটকে শ্বাসকষ্টে শিশুটি মারা গেছে। হসপাতালে যখন আনা হয় তখন সে মৃত ছিল।
তথ্যসূত্রঃ বাংলাদেশ প্রতিদিন।
আপনার মতামত লিখুন :