নুসরাত হত্যার বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ে এনসিটিএফ এর মানববন্ধন


Admin প্রকাশের সময় : ১৯/০৪/২০১৯, ৭:৩৬ PM
নুসরাত হত্যার বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ে এনসিটিএফ এর মানববন্ধন

মোঃ মাহিন সরকার, শিশুবার্তা প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ 

নুসরাত হত্যাকারীদের বিচার,সারা দেশে ‘শিশু নির্যাতন বন্ধ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বরকলিপি প্রদান করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা শাখা।

গত ১৮ এপ্রিল বৃহঃপতিবার প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান শেষে সেভ দ্যা চিলড্রেন, প্লান ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ ‘শিশু একাডেমীর সহযোগিতায় এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা শাখার কার্যনির্বাহি কমিটির সদস্যরা বাংলাদেশ ‘শিশু একাডেমী, ঠাকুরগাঁও এর সামনে এক মানববন্ধনের আয়োজন করে।

এনসিটিএফ সদস্যরা নুসরাত হত্যার সুস্থু বিচারসহ সারাদেশে ‘শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান।এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি হাজেরা তানজিম, সাধারন সম্পাদক মোঃমাহিন সরকার,চাইল্ড পার্লামেন্ট সদস্য তানভীর রায়হান,’শিশু গবেষক মারুফা আক্তার,এনসিটিএফ এর জেলা ভলেন্টিয়ার সহ প্রমুখ। এছারাও মানববন্ধনে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।