ডেস্ক রিপোর্টঃকাজিপুরে মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শিক্ষা উপকরণ তুলে দিল “প্রজারপাড়া শিক্ষা সহায়ক বন্ধু কল্যাণ ট্রাস্ট”।
“প্রজারপাড়া শিক্ষা সহায়ক বন্ধু কল্যাণ ট্রাস্ট” এর উদ্যোগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক জনাব ড. মো. শহীদুল ইসলাম জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান জনাব খলিলুর রহমান সিরাজী, হিলিং এইড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর ব্যবস্থাপনা পরিচারক ডা. ফেরদৌস আহমেদ আল আরিফ, প্রভাষক সাদরিল আমিন সেন্টু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান, আশরাফুল আলম এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রহিমা পারভীন জানান, এ বৃত্তি প্রদানের ফলে শিক্ষার্থীরা স্বুলমুখি হচ্ছে। তাদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে। ফলে, শিক্ষার মান বাড়ছে।
.
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম জাহিদ বলেন, ২০১৬ সাল থেকে আমরা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি দিয়ে অাসছি। এতে শিক্ষার্থীরা উৎসাহ পাচ্ছে এবং তাদের মধ্যে স্কুলগামী হওয়ার মনোভাব বাড়ছে। লেখাপড়ায় আরও বেশি আগ্রহী হচ্ছে কোমলমতি শিশুরা। সকলের সহযোগিতা পেলে আগামীতেও আমাদের কাজের ধারা অব্যাহত থাকবে।
কাজিপুর উপজেলা চেয়ারম্যান মো. খলিলুর রহমান সিরাজী জানান, প্রজারপাড়া শিক্ষা সহায়ক বন্ধু কল্যাণ ট্রাস্ট থেকে শিক্ষা উপকরণ দেওয়ার ফলে শিশুরা স্কুলের দিকে ঝুঁকছে; ফলে পড়ালেখায় ঝরে পড়ার হার কমছে। ধীরে ধীরে উপজেলার সকল বিদ্যালয়ে এরকম কল্যাণধর্মী উদ্যোগীদের কার্যক্রম বিস্তৃত করলে তাদেরকে স্বাগত জানানো হবে।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন মো. রফিকুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আমিনুল আমিন ও হাফিজুর রহমান মজনু।
আপনার মতামত লিখুন :