নেত্রকোনায় শিশুদের প্রচেষ্ঠায় বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন
Admin
প্রকাশের সময় : ০৪/০৩/২০১৯, ৩:৪৪ AM
নিজস্ব প্রতিবেদকঃ শুদের দারা পরিচালিত সেভ দ্যা চিল্ড্রেন ও প্লান ইন্টার ন্যাশনাল এর সহযোগীতায় বাংলাদেশ শিশু একাডেমীর তত্ত্বাবোধায়নে পরিচালিত জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্স (এন সি টি এফ) নেত্রকোনা জেলার শিশুদের প্রচেষ্ঠায় ০৩রা মার্চ ২০১৯ এ ৫ম শ্রেনীর এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।
এনসিটিএফ নেত্রকোনা সাধারণ সম্পাদক জানান, সকাল আনুমানিক ১০টায় আমাদের কাছে একটা তথ্য আসে যে নেত্রকোনার একটি এলাকায় বাল্য বিবাহ হচ্ছে। আমাদের জানা তথ্য অনুযায়ী মেয়ের বয়স ১২/১৩বছর (৫ম শ্রেনী) আর ছেলের বয়স ১৭/১৮ (৯ম শেনী)। আমরা এই তথ্য পেয়ে দ্রুত জরুরি সভা ডাকি।অতঃপর আমরা ২টি দলে ভাগ হয়ে যাই।
এক দল ঘটনাস্থলে এবং অন্যদল জেলা প্রশাসক এর কার্যালয়ে যাই।সেখানে তাদের ব্যাপারটা জানানো হলে তারা সকল তথ্য রাখেন এবং বিয়ে বন্ধের আশ্বাস দেন।
এদিকে প্রথম দল গিয়ে জায়গাটা অগন্তুক এর বেশে পরিদর্শন করে ব্যাপার টা নিশ্চত করে।তখন কিছু লোক আমাদের পদক্ষেপ নিয়ে সন্দেহ প্রকাশ করলে আমরা সেই স্থান ত্যাগ করে। কিছুক্ষন পর প্রশাসন ও এলাকার কিছু সচেতন নাগরিক বিয়ে বন্ধ করতে সক্ষম হন।
এলাকাবাসি বলেন, এন.সি.টি.এফ, নেত্রকোনার শিশু সদস্যদের সচেতনা ও দুরদর্শিতায় বাল্য বিবাহটি বন্ধ করা সম্ভব হয়েছে।
Post Views:
89
আপনার মতামত লিখুন :