সিরাজগঞ্জে বাল্যবিয়ে বন্ধ,বর ও কনের বাবাকে অর্থদন্ড ও কারাদন্ড


Admin প্রকাশের সময় : ০২/০৩/২০১৯, ৬:৫৭ AM
সিরাজগঞ্জে বাল্যবিয়ে বন্ধ,বর ও কনের বাবাকে অর্থদন্ড ও কারাদন্ড

সাকলাইন শিহাব,শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া পশ্চিমপাড়া গ্রামের একটি বাল্য বিবাহ বন্ধ করলেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

কনে তেতুলিয়া চুনিয়াহাটা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী।বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কনে বাড়িতে সংগীয় পুলিশ ফোর্স নিয়ে উপস্থিত হন সদরের সহকারী কমিশনার (ভূমি) এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

তখন কনের বাড়িতে কনে তেতুলিয়া পশ্চিমপাড়া এলাকার আব্দুর রাজ্জাক শেখের মেয়ে রাজিয়া সুলতানা(১৪) এর সাথে বর সদর উপজেলার জারিলা গ্রামের আব্দুল খালেক এর পুত্র মোঃকাওছার (২৪) এর বিয়ের আয়োজন চলছিল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজী কৌশলে পালিয়ে যায়।কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারনে ভ্রাম্যমান আদালত বসিয়ে বরকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১মাসের কারাদন্ড দেয়া হয়।পরে কনের বাবার কাছ থেকে মেয়ের ১৮ বছর না হওয়া পযন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়।