সিরাজগঞ্জে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু
Admin
প্রকাশের সময় : ২৮/০২/২০১৯, ৩:৫২ AM
সাকলাইন শিহাব,শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে বজ্রপাতে নাঈম হোসেন (১৮) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিন জন।বুধবার বিকেলে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাঈম বাহুকা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ও স্থানীয় বাগবাটি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।
নিহত নাঈমের মামাতো ভাই রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে রতকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামের একটি ধান ক্ষেত পরিচর্যার কাজ করছিলেন নাঈমসহ তার তিন সহযোগী। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাঈমের। এতে আহত হয় তার তিন সহযোগী।স্থানিয়রা আহদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা ফজিলাতুনেচ্ছা মুজিব হাসপালে ভর্তী করেন।
Post Views:
96
আপনার মতামত লিখুন :