শেখ মাজহারুল ইসলাম সোহান,শিশু বার্তা প্রতিনিধি, টাংগাইলঃ
টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে ডুবে সহপাঠি দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ফুলমালিরচালা গ্রামে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-ফুলমালিরচালা গ্রামের হালিমের ছেলে সাফি (৪) ও হাবিবুর রহমানের ছেলে রাফি (৪)। তারা দুজনে সম্পর্কে চাচাত ভাই। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুুুলিশ।
পুলিশ ও নিহত দুই শিশুর চাচা আরিফ হোসেন জানায়, সাফি ও রাফি দু’জনই ফুলমালির চালা ফজর আলী আলিম মাদরাসার নূরানী বিভাগের ছাত্র। মাদরাসা থেকে বাড়ি আসার পর সকাল অনুমান ১১ টার সময় পাশেই বড় চাচা হারুনের বাড়ি যাওয়ার পথে তারা পড়েপুকুরে পড়ে যায় বলে ধারণা করা হয়।
খোঁজা-খোঁজির পর দুপুর একটার দিকে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখতে পায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে । এ মর্মান্তি ঘটনায় পরিবারে এবংএলাকায় শোকের ছায়া নেমে আসে।
আপনার মতামত লিখুন :