সিরাজগঞ্জের বেলকুচিতে বাল্যবিয়ের অপরাধে বর ও কনের অবিভাবকে কারাদন্ড


Admin প্রকাশের সময় : ২৪/০২/২০১৯, ৩:০৮ AM
সিরাজগঞ্জের বেলকুচিতে বাল্যবিয়ের অপরাধে বর ও কনের অবিভাবকে কারাদন্ড
সাকলাইন শিহাব, শিশু বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ:

 

সিরাজগঞ্জের বেলকুচিতে ৭ম শ্রেনীর ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ছাইফুর রহমান।

গত ২২ফেব্রুয়ারি১৯ শুক্রবার রাতে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়া আল আমিনের সাথে পার্শ্ববতী দৌলতপুর ইউনিয়নের মামুদপুর নতুনপাড়া গ্রামের মজনু শেখের ১৪ বছরের কন্যা মারিয়া খাতুনের বিয়ের আয়োজন করে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ছাইফুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতা টের পেয়ে বর ও কনের স্বজনেরা পলায়ন করে।

এসময় বর ও কনের পিতাকে না পেয়ে বরের মা মরিয়ম বেগমকে বাল্যবিয়ে নিধোর আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও কনের বোন জামাই ইব্রাহিম শেখকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারদন্ড করেন ভ্রাম্যমান আদালত।