সাকলাইন শিহাব,শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর এলাকায় নবম শ্রেনির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন সদরের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ আনিসুর রহমান।
বৃহস্পতিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের মাহমুদপুর এলাকায় সংগীয় পুলিশ র্ফোস নিয়ে বরের মামা বাড়ীতে উপস্থিত হন।তখন বরের মামা বাড়ীতে গোপনে কনে মাহমুদপুর এলাকার ফারুক শেখের মেয়ে ফাইমা খাতুন(১৪) এর সাথে বর বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রমের খালেক সরকারের পুত্র রাসেল সরকার(১৭) এর বিয়ের আয়োজন চলছিল।
পুলিশের উপস্থিতা টের পেয়ে বরপক্ষ পলায়ন করে।বর ও কনে দুইজন অপ্রাপ্তবয়স্ক।এরপর ভ্রাম্যমান আদালত বসিয়ে কাজী মাহমুদুল হাসান কে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও কনের বাবা ফারুক শেখকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১মাসের কারাদন্ড প্রদান করে।পরে কনের বাবা ও মার কাছ থেকে মেয়ের ১৮ বছর না হওয়া পযন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়।
।।।
আপনার মতামত লিখুন :