সাকলাইন শিহাব,শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জ:সিরাজগঞ্জে প্রাইম ব্যাংক টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।এতে টানা চতুর্থ বার চ্যাম্পিয়ন হয় জাহান-আরা উচ্চ বিদ্যালয়।
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় মুখোমুখি হয় তিনবারের চ্যাম্পিয়ন জাহান-আরা উচ্চ বিদ্যালয় বনাম জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়।
খেলা শেষে সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফিরোজ মাহবুব, জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক এমদাদুল হক এমদাদুল হক প্রমুখ। চ্যাম্পিয়ন টিমের পক্ষে ট্রফি গ্রহন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার সরকার।পরে চ্যাম্পিয়ন দল ট্রফি নিয়ে আনন্দ মিছিল করে বিদ্যালয় প্রাঙ্গনে আসে।
আপনার মতামত লিখুন :