আজমির রহমান,ঝিনাইদহঃজুতা পায়ে শহীদ মিনারে ওঠায় দুই বালক কে বেধড়ক পিটিয়েছে ঝিনাইদহ পৌর এলাকার শিকারপুর স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, অবস্থা গুরুতর হওয়ায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় দু’জনকে।
আহত একজনের নাম আলামিন, একই গ্রামের হায়দার আলীর ছেলে ও পুলিশ লাইন স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র, অপর জন সাইফুর রহমান শুভ, শিকারপুর গ্রামের সাইদুর রহমান সাইদের ছেলে সরকারী বালক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র।
আলামিন, বাম কানে শুনতে পাচ্ছে না বলে জানান তার মা।
আহত, অালামিন ও শুভ বলেন, তারা জানেন না যে জুতা পায়ে ওঠা নিষেধ।দুজনার কলার চেপে প্রধান শিক্ষক তার রুমে নিয়ে গিয়ে, কিল ঘুষি চড় থাপ্পড় মেরেছে,দেওয়ালের সাথে বার বার চাপড়ে ধরেছে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন কে ফোন করা হলে তিনি বলেন, ছেলে দুটো শহীদ মিনারে বসে স্কুলের মেয়েদের সাথে অায়কন্টাক করছিলো, তাই আমি মেরেছি, প্রশাসন কে জানান নি কেন, আপনি মারার কে প্রশ্ন করলে তিনি বলেন, একটা স্কুলের প্রধান শিক্ষক হয়ে এতটুকু করতে পারবোনা এটা কোন কথা?!!
আপনার মতামত লিখুন :