সিরাজগঞ্জে মোবাইলে চলছে জমজমাট জুয়া, হুমকির মুখে কিশোর বয়সীরা


Admin প্রকাশের সময় : ১৬/০২/২০১৯, ৪:১৯ AM
সিরাজগঞ্জে মোবাইলে চলছে জমজমাট জুয়া, হুমকির মুখে কিশোর বয়সীরা

সাকলাইন শিহাব, শিশুবার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অবাধে চলছে লুডু খেলার নামে ডিজিটাল জুয়া।আর এই ডিজিটাল জুয়া খেলা ধরার মতো কেউ নেই।সরেজমিনে ঘুরে দেখা যায়,সিরাজগঞ্জের বিভিন্ন হাটবাজার,পাড়া-মহল্লা,চায়ের দোকান, অলিগলিতে, পথে-ঘাটেসহ প্রত্যন্ত অঞ্চলে চলছে লুডুর জমজমাট জুয়ার আসর।

আর এই খেলায় মেতে উঠে হাজার হাজার টাকা বাজি ধরে সর্বশান্ত হচ্ছে অনেকে।এতে করে বিপদগামী হচ্ছে ছাত্র ও দেশের যুবসমাজ।কম সময়ে মোবাইলে লুডু জুয়া জনপ্রিয়তা লাভ করেছে।এসব জুয়াকে অতি জরুরী বন্ধ না করলে দেশের যুবসমাজ হতে পারে বিপদগামী।ধ্বংস হতে পারে দেশের যুবসমাজ।এই লুডু খেলা কোন ভাবেই ঠেকানো যাচ্ছে না।এই খেলা প্রতিকারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন সচেতন নাগরিকরা।।