ওসমানীনগরে সরস্বতী পূজা উদযাপিত।


Admin প্রকাশের সময় : ১৩/০২/২০১৯, ৩:৫৮ AM
ওসমানীনগরে সরস্বতী পূজা উদযাপিত।

নির্মল দাস মন্টু , শিশুবার্তা প্রতিনিধি,সিলেটঃ

প্রতিবারের মতো এবারও ব্যপক  উৎসাহ উদ্দীপনা নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠান মন্দিরে, পারিবারিক ভাবে স্বরসতী পূজার আয়োজন করা হয়।প্রতিষ্ঠান ভেদে পূজা ভিন্ন সময়ে  অনুষ্ঠিত হয়।

প্রথমে পূজা অনুষ্ঠিত  হয়, তারপর ভক্তরা দেবীর চরণে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুষ্পাদি অর্পণ করেন। চরণামৃত সেবন করিয়া ভক্তরা উপবাস ভঙ্গন করেন।

রবিবার ১০ফেব্রুয়ারি সারা  দেশ জুড়ে চলে সরস্বতী পূজার ধুম।

ধর্ম যার যার উৎসব সবার, এই বাক্যটি দিয়েই পূজায় অংশগ্রহণ করেন, হিন্দু-মুসলিম সবাই। সবার অংশগ্রহণে উজ্জীবিত হয় পরিবেশ।

ওসমানীনগর উপজেলায় বিভিন্ন স্থানে পূজা আয়োজিত হয়। গোয়ালাবাজার কেন্দ্রীয় কালী মন্দিরে পূজাদি আয়োজন করে সনাতন সংঘ।

গোয়ালাবাজার আর্দশ উচ্চ বিদ্যালয় পূজা আয়োজন করে অত্র প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীবৃন্দ, শিক্ষকদের তত্ত্বাবধানে।

গোয়ালাবাজার সরকারি মহিলা কলেজে  পূজা উদযাপন করে অত্র প্রতিষ্ঠানের ছাত্রীবৃন্দ,শিক্ষকদের তত্ত্বাবধানে।

তাজপুর ডিগ্রি কলেজে পূজা উদযাপন করে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ে পূজার আয়োজন করে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।