আগামী রবিবারে সরস্বতী পূজা
Admin
প্রকাশের সময় : ০৮/০২/২০১৯, ৫:৫৭ PM
নির্মল দাস মন্টু, শিশুবার্তা প্রতিনিধি, সিলেটঃ
সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও সঙ্গীতের দেবী হিসাবে পূজিত হন। আসছে আগামী ১০ জানুয়ারি রোজ রবিবার দেশব্যাপী সরস্বতী পূজা পালিত হবে।
সরস্বতী পূজা উপলক্ষে সর্বত্র চলছে নানা প্রস্তুতি। কুমরা মূর্তি তৈরিতে রয়েছেন বস্ত্য।রং তুলি দিয়ে সরস্বতী দেবীর বরণ সুন্দর করে তুলছেন তারা।
সরস্বতী পূজার আয়োজনে ব্যাস্ত বিভিন্ন স্কুল কলেজের হিন্দু ছাত্র-ছাত্রীসহ শিক্ষক মণ্ডলী।
দেবীর পূজার জন্য অর্ঘ্য সহ বিভিন্ন কাজ করছে তারা।
স্কুল কলেজেগুলোতে যেমন রয়েছে পূজার আয়োজন তেমনিভাবে রয়েছে পারিবারিক ভাবে পূজার আয়োজন।
সিলেটের ওসমানীনগর উপজেলার মধ্যে কয়েকটি পূজা মণ্ডপ তাজপুর ডিগ্রি কলেজ, মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়, গোয়ালাবাজার সরকারি মহিলা কলেজ, গোয়ালাবাজার আর্দশ হাই স্কুল। উদয়ন কিন্ডারগার্টেন স্কুল।
Post Views:
85
আপনার মতামত লিখুন :