টাঙ্গাইলের বাসাইলে ফাঁসিতে ঝুলে বিকাশ সরকার (২০) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।নিহত বিকাশ সরকার বাসাইল উপজেলার কাঞ্চনপুর দক্ষিণ পাড়ার সুধের এর ছেলে। গত ০৬ ফেব্রুয়ারি ১৯ বুধবর রাতে রাতে এ গঠনা ঘটে।
বেশকিছুদিন ধরেই সে মানসিক অসুস্থ ছিল। নিহত বিকাশ সরকার বি.এ.এফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুড় (টাংগাইল) উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পারিবারিক সুত্রে জানা যায়, কিছুদিন ধরেই তার মানসিক অবস্থা ভাল ছিল না। প্রতিনিয়ত পড়াশুনা নিয়ে বেশি টেনশন করতো এবং অসুস্থ থাকতো। হঠাৎ করেই বুধবার রাতে তার নিজ ঘরের ধড়নার সাথে রশি লাগিয়ে ফাঁসিতে ঝুলে তিনি আত্মহত্যা করেন।
এব্যাপারে বাসাইল থানায় রাতেই একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।
নিহত বিকাশ সরকারের ব্যাপারে বিএএফ শাহীন কলেজের অধ্যাপক প্রণব কুমার বিশ্বাস ও সামস উদ্দীন বলেন, বিকাশ ছেলেটি বেশ মেধাবী ছিল। তার লেখাপড়ার ধরন অত্যন্ত প্রশংসনীয়। তার মৃত্যুতে আমরা একজন মেধাবী প্রাণকে হারালাম।
আপনার মতামত লিখুন :