সিরাজগঞ্জে একযুগ ধরে চলছে শিক্ষার্থীদের জমানো টাকায় বইমেলা (ভিডিও)


Admin প্রকাশের সময় : ০৯/০৩/২০২২, ১:৫২ PM
সিরাজগঞ্জে একযুগ ধরে চলছে শিক্ষার্থীদের জমানো টাকায় বইমেলা (ভিডিও)

মো: আসাদুজ্জামান নাদিম:

আট আনায় জীবনের আলো, এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থীদের জমানো টাকায় একযুগ ধরে হয়ে আসছে ব্যাতিক্রম বইমেলা। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছর উল্লাপাড়ায় উপজেলা চত্তরে অনুষ্ঠিত হয় সপ্তাহব্যাপী ব্যাতিক্রমধর্মী এই গ্রন্থমেলা। উপজেলার ৪২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি মাসে পঞ্চাস পয়সা করে জমানো টাকায় ১২ বছর ধরে হয়ে আসছে শিক্ষার্থীদের এই গ্রন্থমেলা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভিন্ন সাজে সজ্জিত ষ্টলগুলোতে সকল বয়সের শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে থকে মেলা প্রাঙ্গন। 

বই মেলায় স্টল স্থান পায় মেলায় মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, শিশু কিশোরদের গল্পসহ নানা ধরনের বই স্থান পেয়েছে। এই গ্রন্থমেলায় শিক্ষার্থীদের পাশাপাশি বইপ্রেমী মানুষদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন। নিজেদের জমানো টাকায় গ্রন্থমেলা করতে পেরে খুশী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন উদ্যোগে আর শিক্ষিকারাও গর্বিত। 

শিক্ষার্থীদের জমানো টাকা দিয়ে এই মেলা আয়োজনের পাশাপাশি স্মরনিকা প্রকাশ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিদিন চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।