সিরাজগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষন


Admin প্রকাশের সময় : ৩১/০১/২০১৯, ৩:৫২ PM
সিরাজগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষন
সাকলাইন শিহাব, শিশু বার্তা প্রতিনিধ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আফসানা খাতুন নামে এক স্কুল ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষনের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে।পরে স্কুল ছাত্রী অভিমানে বিষ পান করে আত্যহত্যা করে।

৩০ জানুয়ারি ২০১৯ বুধবার সকালে উপজেলার শিমলা মোড়দহ গ্রামে এ ঘটনা ঘটে।সে ওই গ্রামের আলতাব হোসেন তালুকদারের মেয়ে এবং বিনায়েক পুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।জানা যায়,আফসানার স্কুল সহপাঠী প্রতিবেশি আমিরুল ইসলাম বারুর ছেলে আরিফুল ইসলামের সাথে ৬মাস আগে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে।

সর্ম্পকের এক পর্যায়ে মঙ্গলবার রাতে আফসানাকে আরিফুল তার বাড়িতে ডেকে নেয়ে।এ সময় তাকে ঘরে আটকে ধর্ষন করা হয় বলে অভিযোগ করেন আফসানার বাবা আলতাফ হোসেন।পরে আফসানা আরিফুলের বাড়ি ছেড়ে না যেতে চাইলে তাকে বেদম মারপিট করে পরিবারের সহযোগিতায় জোড়পূর্বক বাড়ি থেকে বের করে দেয়া হয়।পরে সে বাড়ি ফিরে কিটনাশক পান করে আত্যহত্যার চেষ্টা চালায়।দ্রুত তাকে রাতেই উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেএক্সে ভর্তি করা হয়।সেখানে অবস্থার অবনতি হলে তাকে বুধবার সকালে বগুড়া জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতে রেফার্ড করা হয়।