সাকলাইন শিহাব, শিশুবার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ সদর উপজেলার অতি প্রাচীন বিদ্যাপীঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪-জানুয়ারি-২০১৯ বেলা ১১টার সময় বিদ্যালয় চত্বরে এ বিদয় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম।অতিথিদের মধ্য থেকে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান (মান্না রায়হান) ,সিরাজগন্ঞ্জ এক্সিম ব্যাংকের ব্যাবস্থাপক মোঃ হাসান সেখ, অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সফিকুল আলম,সিনিয়র শিক্ষক মোস্তফা জামান এবং ম্যানেজিং কমিটির সদস্য নুরুল হক বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধমীয় শিক্ষক সাইফুল ইসলাম।উল্লেখ্য,এবারে উক্ত বিদ্যালয় হতে ১১৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করছে।
আপনার মতামত লিখুন :