সাকলাইন শিহাব,শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগন্ঞ্জঃ
“দারিদ্র-মেধাবীদের পাশে আমরা”-এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে আতাহার-সাহজাহান আলী মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে হরিনাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির মেধাবী শিক্ষার্থী মনির হোসেনকে এ বছর এই বৃত্তির জন্যে ৫সদস্য বিশিষ্ট প্যানেল মনোনীত করেছে।
বৃত্তির এককালিন পাচঁ হাজার টাকা নগদ তুলে দেন হরিনাথপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আমজাদ হোসেন,বৃত্তি প্রদানকারী_সংগঠনের সত্রাধিকারী রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সাজ্জদ হোসেন ও কৃষি ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার ইয়াছিন আলী।
আপনার মতামত লিখুন :