সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে প্রান গেলো এসএসসি পরীক্ষার্থীর।


Admin প্রকাশের সময় : ২০/০১/২০১৯, ৫:৩২ AM
সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে প্রান গেলো এসএসসি পরীক্ষার্থীর।

সাকলাইন শিহাব, শিশুবারতা প্রতিনিধি ,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে মেহেদী হাসান(১৭) নামের আহত একজন স্কুল ছাত্র মারা গেছে।শুক্রবার(১৮ জানুয়ারি ২০১৯)বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয় তার।

মেহেদী হাসান সদর উপজেলার বহুলী ইউনিয়নের জোয়ালডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থী।

নিহতের চাচাতো ভাই মাহমুদুল হাসান তার মৃত্যর বিষয়টি নিশ্চিত করে জানান,লেখাপড়ার পাশাপাশি মেহেদী হাসান কাজ করতো।শুক্রবার স্কুল বন্ধ থাকায় ট্রাকে শ্রমিকের কাজে যায় মেহেদী।ট্রাকটি সদর উপজেলায় সিলন্দায় পৌঁছালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মেহেদি গুরুতর আহত হয়।

প্রথমে তাকে উদ্ধার করে সিরাজগন্ঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।

 

সিরাজগন্ঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ জানায়,শুক্রবার সকাল ১০টার দিকে সোয়েব পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিলন্দা এলাকায় গেলে বিপরীত দিক থেকে একটি ট্রাকের সংঘর্ষ হয় এতে ১০জন আহত হয়।