টাঙ্গাইল অনুর্দ্ধ-১৬ দল এর কাছে ৬ উইকেটে পরাজিত গোপালগঞ্জ


Admin প্রকাশের সময় : ১৯/০১/২০১৯, ৪:৪৭ AM
টাঙ্গাইল অনুর্দ্ধ-১৬ দল এর কাছে ৬ উইকেটে পরাজিত গোপালগঞ্জ

শেখ মাজহারুল ইসলাম সোহান, শিশুবার্তা প্রতিনিধি, টাংগাইলঃ
অনুর্দ্ধ-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় গোপালগজ্ঞ জেলা দলকে ৬ উইকেটে হারিয়ে জয় দিয়ে শুরু করলো টাঙ্গাইল জেলা ক্রিকেট দল।

বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গোপালগজ্ঞ । গোপালগজ্ঞ  ৪৯ ওভার ২ বল খেলে সব ক’টি উইকেট হারিয়ে ১৭২ রান করে।

গোপালগজ্ঞ জেলা দলের ব্যাটস ম্যান বদরুল সবোর্চ্চ ৫৫ রান করে। টাঙ্গাইল জেলা দলের বাহাতি স্পিনার ইমজিতায় আহমেদ  সবোর্চ্চ ৪ উইকেট লাভ করে। ইমতিয়াজ ১০ ওভার বল করে ৩২ রান দিয়ে ৪ উইকেট লাভ করে।  মিডিয়াম ফাস্ট বোলার নাবিল ৯ ওভার বল করে ২৭ রান দিয়ে ২ উইকেট লাভ করে।
১৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাঙ্গাইল জেলা দল ৯ ওভার হাতে রেখেই জয়ের লক্ষে পৌঁছে যায়। টাঙ্গাইলের পক্ষে সবোর্চ্চ রান করে উইকেট কিপার কাম ব্যাটস ম্যান ফারহান আহম্মেদ রনি। রনি ৬৭ বলে ৭০ রান করে। এ ছাড়া অপর দুই ব্যাটস ম্যান মাইন ৩৮ এবং জেলা দলের অধিনায়ক আদনান ২৫ রানে অপরাজিত থাকে।

টাঙ্গাইল জেলা দলের উইকেট কিপার রনি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।