শেখ মাজহারুল ইসলাম সোহান, শিশুবার্তা প্রতিনিধি, টাংগাইলঃ
অনুর্দ্ধ-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় গোপালগজ্ঞ জেলা দলকে ৬ উইকেটে হারিয়ে জয় দিয়ে শুরু করলো টাঙ্গাইল জেলা ক্রিকেট দল।
বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গোপালগজ্ঞ । গোপালগজ্ঞ ৪৯ ওভার ২ বল খেলে সব ক’টি উইকেট হারিয়ে ১৭২ রান করে।
গোপালগজ্ঞ জেলা দলের ব্যাটস ম্যান বদরুল সবোর্চ্চ ৫৫ রান করে। টাঙ্গাইল জেলা দলের বাহাতি স্পিনার ইমজিতায় আহমেদ সবোর্চ্চ ৪ উইকেট লাভ করে। ইমতিয়াজ ১০ ওভার বল করে ৩২ রান দিয়ে ৪ উইকেট লাভ করে। মিডিয়াম ফাস্ট বোলার নাবিল ৯ ওভার বল করে ২৭ রান দিয়ে ২ উইকেট লাভ করে।
১৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাঙ্গাইল জেলা দল ৯ ওভার হাতে রেখেই জয়ের লক্ষে পৌঁছে যায়। টাঙ্গাইলের পক্ষে সবোর্চ্চ রান করে উইকেট কিপার কাম ব্যাটস ম্যান ফারহান আহম্মেদ রনি। রনি ৬৭ বলে ৭০ রান করে। এ ছাড়া অপর দুই ব্যাটস ম্যান মাইন ৩৮ এবং জেলা দলের অধিনায়ক আদনান ২৫ রানে অপরাজিত থাকে।
টাঙ্গাইল জেলা দলের উইকেট কিপার রনি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
আপনার মতামত লিখুন :