পটুয়াখালীর গলাচিপায় শিশু-কিশোরদের উপস্থিতিতে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত


Admin প্রকাশের সময় : ১৯/০১/২০১৯, ৪:০৫ AM
পটুয়াখালীর গলাচিপায় শিশু-কিশোরদের উপস্থিতিতে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

মুনতাসীর মামুন, শিশুবার্তা প্রতিনিধি, গলাচিপা (পটুয়াখালী):
‘আসুন আমরা সবাই মাদককে না বলি’ এই শ্লোগান নিয়ে পটুয়াখালীর গলাচিপায় বৃহস্পতিবার (১৭ই জানুয়ারী) রাতে উপজেলা পরিষদের সামনে লিপি কমিউনিটি সেন্টারে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অত্র উপজেলা গুণীজন মজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আকতার মোর্শেদ। বিশেষ অতিথি মু.শাহিন শাহ, ভাওয়াল বদর অলম কলেজের সাবেক জিএস আলমগীর হোসেন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি বাবু সমিত কুমার দত্ত মলয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, পৌরসভার কাউন্সিলর আবুল খায়ের বাবুল, আবুল বশার প্রমূখ।

সভায় কয়েকজন মাদকসেবী আর কখনও মাদক সেবন করবে না বলে শপথ করে। মাদক বিরোধী সভার প্রধান উদ্যোক্তা শাহিন শাহ বলেন, গলাচিপা পৌর সভার ৪,৫,৬নং ওয়ার্ড এই মূহুর্ত থেকে আর কোন মাদক সেবন ও কেনা-বেচা হবে না।

কেউ মাদক কেনা-বেচা কিংবা সেবন করলে সকলে মিলে আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দেব। পটুয়াখালী -৩ এর সংসদ সদস্য এস এম শাহাজাদার সহযোগিতায় এ এলাকায় হেলথ ক্লাব গড়ে তোলা হবে। যুব সামজকে রক্ষায় এর কোন বিকল্প নেই।

সভায় শিশু, কিশোর যুবক সহ কয়েক শত এলাকাবাসী উপস্থিত ছিলেন এবং মাদকের বিরুদ্ধে অবস্থান নেন।