সিরাজগঞ্জে বইবৃক্ষর আয়োজনে বসন্ত উৎসব পালিত (ভিডিও সহ)


Admin প্রকাশের সময় : ২১/০২/২০২২, ৪:১৫ PM
সিরাজগঞ্জে বইবৃক্ষর আয়োজনে বসন্ত উৎসব পালিত (ভিডিও সহ)

মো: আসাদুজ্জামান নাদিম: সিরাজগঞ্জে বিনামূল্যে বইপড়ানোর প্লাটফর্ম বইবৃক্ষর আয়োজনে বসন্ত উৎসব পালিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে সিরাজগঞ্জ শহরের জুয়েল’স অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে এই বসন্ত উৎসব পালিত হয়। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বইবৃক্ষর সদস্যরা।

মুহাম্মদ বিন এমরানের সভাপতিত্বে উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আব্দুল্লাহ আল মামুন কাইকর, ও কবি ডা. বুশরা হাবিবা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বইবৃক্ষের প্রতিষ্ঠাতা রমজান আলী ইমন প্রমুখ। 

 লেখক পাঠকদের গল্প-গান করবিতায় এই আড্ডা বসন্তের বিকেলকে যেন আরও রাঙিয়ে তুলেছিল।