সিরাজগঞ্জের কামারখন্দে মাধ্যমিক পর্যায়ে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠি


Admin প্রকাশের সময় : ১৬/০১/২০১৯, ৩:২৭ AM
সিরাজগঞ্জের কামারখন্দে মাধ্যমিক পর্যায়ে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠি
সিরাজগঞ্জের কামারখন্দে মাধ্যমিক পর্যায়ে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠি

সাকলাইন শিহাব,শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগন্ঞ্জঃসিরাজগন্ঞ্জের কামারখন্দে মাধ্যমিক পর্যায়ে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এনডিপি সাংস্কৃতিক ক্রীড়া কর্মসূচি ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং পিকেএসএফ এর সহযোগিতায় ১৫-০১-১৮ইং মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে চূড়ান্ত পর্বের খেলার মধ্য দিয়ে শেষ হলো মাধ্যমিক পর্যায়ে হ্যান্ডবল প্রতিযোগিতা।

উক্ত প্রতিযোগিতায় জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে ৩-২ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে চৌবাড়ী সাবের মেহেরুন বালিকা উচ্চ বিদ্যালয়।

খেলায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃজাহাঙ্গীর আলম,এনডিপির পরিচালক শাহ আজাদ ইকবাল, জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রমুখ।

খেলা শেষে উভয় দলই বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিয়ে উৎসবে মেতে ওঠে।