‘ইন্টারনেটে বিনামূল্যে পড়া যাবে শিশু বার্তা ম্যাগাজিন’ – মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্পাদক


Admin প্রকাশের সময় : ২১/০২/২০২২, ১২:৫৭ PM
‘ইন্টারনেটে বিনামূল্যে পড়া যাবে শিশু বার্তা ম্যাগাজিন’ – মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্পাদক

মাতৃভাষা সংখ্যার মোড়ক উন্মোচন

সাদ বিন মাসুদ: শিশু বিষয়ক বাংলা সংবাদ মাধ্যম ও শিশুতোষ ম্যাগাজিন শিশু বার্তা ম্যাগাজিনের মাতভাষা সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (২১ শে ফেব্রুয়ারী) সকালে সম্পাদকের নিজ জেলা সিরাজগঞ্জ মুক্তির সোপান চত্ত্বর এর শহীদ মিনারে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শিশু বার্তার সম্পাদক ও প্রকাশক দ্বীন মোহাম্মাদ সাব্বির, নির্বাহী সম্পাদক দীপংকর ভদ্র দীপ্ত, ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্সের সভাপতি আসাদুজ্জামান নাদিম ও চাইল্ড পারলামেন্ট মেম্বার সাকিবুল ইসলাম সাকিব, শিশু বার্তা পাঠক ফোরামের সাধারণ সম্পাদক সাদ বিন মাসুদ, সদস্য ছিয়াম বাবু প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথ শিশুদের মাঝে ম্যাগাজিন বিতরণ করা হয়।

এ সময় শিশু বার্তার প্রকাশক ও সম্পাদক  দ্বীন মোহাম্মাদ সাব্বির বলেন, আমরা শিশু বারতা ম্যাগাজিনের মাধ্যমে শিশুদের মাঝে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ছড়িয়ে দেবার চেষ্টা করছি। এখন আমাদের ম্যাগাজিনকে আমরা অনলাইনে উন্মুক্ত করে দিচ্ছি। এখন থেকে অনলাইনে বিনামূল্যে পড়তে পারবে সবাই৷