শেখ মাজহারুল ইসলাম সোহান, শিশুবার্তা প্রতিনিধি,টাংগাইলঃ
টাংগাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের নর্দমার পাশ থেকে শিশু উদ্ধার করা হয়েছে। ০৪ জানুয়ারী ১৯ ইং বিকালে শিশুটিকে উদ্ধার করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক বিকেল সাড়ে ৫ টার দিকে টাংগাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের
ডায়রিয়া ওয়ার্ডের পাশ থেকে পরিচয় হিন এক শিশুর কান্নার আওয়াজ পাওয়া যায়।পরে এক মহিলা নর্দমা থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে শিশু বিভাগের স্ক্যানো ইউনিটে ভর্তি করে।
সর্বশেষ জানা যায়, শিশুটির দায়িত্ব নিয়েছেন জেলা সমাজসেবা অধিদপ্তর। এতে অনেকেই সন্তুষ্ট প্রকাশ করেন।
এ শিশুটির বিষয়ে এখন পর্যন্ত কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :