টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু


Admin প্রকাশের সময় : ০৩/০১/২০১৯, ৯:১৩ PM
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর  মৃত্যু

শেখ মাজহারুল ইসলাম সোহান,শিশুবার্তা প্রতিনিধি টাংগাইলঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ (৭ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকালে বাসাইল পৌর এলাকার পূর্বনয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই এলাকার মহর আলীর ছেলে।

এ বিষয়ে  স্থানীয় কাউন্সিলর শাহানুর রহমান জুয়েল এ তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি বলেন, টিভিতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শিশুটি বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

শিশুটির চাচা কুরবান আলী জানান, জিহাদকে ১ জানুয়ারি বাসাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে ভর্তি করা হয়েছিল। কিন্তু তার আর বিদ্যালয়ে যাওয়া হবে না।

নিহত শিশু জিহাদের পরিবারে এখন চলছে শোকের মাতম।