সাকলাইন শিহাব,শিশুবার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জঃ
সিরাজগন্ঞ্জ জেলার এনায়েতপুর উপজেলায় ইকরামুল ইসলাম (১৪)নামে এক মাদরাসা ছাত্র ৩ মাস ধরে নিখোঁজ হয়েছে।
সে এনায়েতপুরের গোপিনাথপুর পূর্ব পাড়া মহল্লার আবুল কালাম কালুর ছেলে।সে খুকনী দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র।জানা যায়,ইকরামুল ২৪ সেপ্টেম্বর বাড়িতে কাউকে কিছু না বলে বের হয়।রাতে বাড়ি না ফিরলে মাদরাসা সহ স্বজনদের বাড়িতে খোজ নিয়েও তাকে পাওয়া যায়নি।এরপর থেকে ইকরামুলকে খোঁজার জন্য বিভিন্ন এলাকায় দিনের পর দিন ঘুরেও কোনো সন্ধান পায়নি।তারপর তার বাবা কালু মিয়া বাদী হয়ে এনায়েতপুর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
নিখোঁজ ইকরামুলের গায়ের রং ফর্সা,উচ্চতা আনুমানিক ৫ফুটের মতো,স্বাস্থ্য হালকা,পড়নে সাদা পান্জাবি,চেক লুঙ্গি ও টুপি পড়া ছিল।।।
আপনার মতামত লিখুন :