ভারতীয় টিভি চ্যানেল “স্টার জলসা” কেড়েঁ নিলো শিশুর প্রাণ


Admin প্রকাশের সময় : ০১/০১/২০১৯, ৮:২৩ PM
ভারতীয় টিভি চ্যানেল “স্টার জলসা” কেড়েঁ নিলো শিশুর প্রাণ
শেখ মাজহারুল ইসলাম সোহান,শিশুবার্তা  প্রতিনিধি,টাংগাইলঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসার সিরিয়াল দেখাকে কেন্দ্র করে এক শিশুর আত্মহত্যার খবর পাওয়া যায়।

জানা যায় স্টার জলসার সিরিয়াল দেখায়  বড় ভাই বকনি দেয়ায় মাফিজা খাতুন (১১) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করর।
রোববার বিকালে উপজেলার রুহুলী গ্রামে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মাফিজা। সে ওই গ্রামের ফরহাদ আলীর কন্যা।
জানা যায়, স্কুলছাত্রী মাফিজা টেলিভিশনের আসক্তি ছিল। রোববার দুপুরে স্টার জলসার সিরিয়াল দেখার এক পর্যায়ে বড় ভাই মোঃ কারিমুল শাসন করলে অভিমানে বাড়ির সকলের অজান্তে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে।
তাৎক্ষনিক বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন মাফিজাকে ফ্যান থেকে নামিয়ে দ্রুত ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্মহত্যার বিষয়টি  উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রাহুল রায় নিশ্চিত করেছেন।