টাঙ্গাইলে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ
উৎসবউদযাপিত
Admin
প্রকাশের সময় : ০১/০১/২০১৯, ৭:৪৭ PM
শেখ মাজহারুল ইসলাম সোহান,শিশুবার্ডা প্রতিনিধি,টাংগাইলঃ
টাঙ্গাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপিত।
হয়েছে। ১লা জানুয়ারি মঙ্গলবার সকালে শহরের বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন (এমপি)। এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে’সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
টাংগাইল জেলায় মোট ৪ লক্ষ ৪৪ হাজার ৩৮৩ প্রাইমারি শিক্ষার্থীদের মাঝে ২১ লক্ষ ১৬ হাজার ২৪২ টি বই ও ৪ লক্ষ ৪১ হাজার ৪৮৩ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৫৯ লক্ষ ৫৯ হাজার ২৫৯ টি বই বিতরণ করা হয়।
বছরের প্রথম দিয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো প্রায় শত ভাগ।বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে খুবই উৎফুল্ল।
Post Views:
91
আপনার মতামত লিখুন :