জামালপুরের দেওয়ানগঞ্জে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত


Admin প্রকাশের সময় : ৩০/১২/২০১৮, ৯:০৬ PM
জামালপুরের দেওয়ানগঞ্জে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মো: মাহফুজুল হক (তুষার), শিশুবার্তা প্রতিনিধি,জামালপুরঃ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করনীয় শীর্ষক উদ্বুদ্ধকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী শিশু শিক্ষা ও পরিচর্যা সমিতি-প্রশিপস  ২৯ ডিসেম্বর (শনিবার) প্রশিপস কার্যালয় চত্বরে এ সভার আয়োজন করে।

নারী নেত্রী বেগম রোকেয়া সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রশিপস এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, যুব মহিলালীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সারমিন আক্তার ময়না, নতুন কুঁড়ি বিদ্যানিকেতনের অধ্যক্ষ রাশেদা আফরোজ ঋতু, জামালপুর জেলা প্রেসক্লাবের সহ সভাপতি মদন মোহন ঘোষ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলাম আকা, শিক্ষক এমদাদুল হক প্রমুখ।

সভায় বিভিন্ন এনজিওর কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশ নেন।