কালের সাক্ষী সিরাজগঞ্জের ‘নবরত্ন মন্দির’


Admin প্রকাশের সময় : ২০/১২/২০১৮, ৮:২৭ PM
কালের সাক্ষী  সিরাজগঞ্জের ‘নবরত্ন মন্দির’

সাকলাইন শিহাব(১৪), সিরাজগঞ্জঃ
‘নবরত্ন মন্দির’ সিরাজগন্ঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত,যা বাংলাদেশের একটি প্রাচীন মন্দির ও এবং একটি প্রত্নতান্ত্রিক স্থাপনা।

মন্দিরটি সিরাজগঞ্জের হাটিকুমরুল গ্রামে অবস্থিত তাই এটি হাটিকুমরুল নবরত্ন মন্দির নামে পরিচিত ।তবে স্থানীয় ভাবে এটি দোলমঞ্চ নামে পরিচিত। এটি বাংলাদেশের অনেক বড় ও প্রাচীন মন্দির।

এই মন্দির আবিস্কারের সময় শিলালিপির কোনো অস্তিত্ব ছিল না। ১৬৬৪ সালের দিকে রামনাথ ভাদুরী নামে স্থানীয় এক জমিদার মন্দিরটি  নির্মান করেছিলেন।

মন্দিরটি তিনতলা বিশিষ্ট ও এর দেয়ালে প্রচুর পোড়ামাটির নকশা রয়েছে। এটি একটি শক্ত মঞ্চের উপর স্থাপিত।এর আয়তন ১৫ বর্গ মিটার প্রায় ।
 যে স্তম্ভগুলোর ওপর মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে তার প্রতিটি স্তম্ভের দৈঘ্য ১৫.৪ মিটার ও প্রস্থ ১৩.২৫ মিটার।

নবরত্ন নামটি দেওয়া হয় মন্দিরের উপর বসানো নয়টি চূড়া থেকে।নবরত্ন মন্দিরটির ৭টি বারান্দা ও ৫টি দরজা রয়েছে।মন্দিরের পাশে আরও তিনটি মন্দির রয়েছে॥