বিএনসিপি জামালপুর প্রদেশের উদ্যোগে শিশুদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
Admin
প্রকাশের সময় : ১৮/১২/২০১৮, ৬:৪৩ PM
মাহফুজুল হক তূষার,জামালপুর প্রতিনিধি:
বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট (বিএনসিপি), জামালপুর প্রদেশের উদ্যোগে কোমলমতি শিশুদের নিয়ে বাংলাদেশ বিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
সোমবার (১৭ ডিসেম্বর) সকালে জামালপুর জেলাধীন সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া গ্রামের পন্ডিতপাড়ায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুরাইয়া বেগম, বিএনসিপি জামালপুর প্রদেশ এর প্রেসিডেন্ট মো: মাহফুজুল হক (তুষার) সহ অন্যান্য সকল সদস্যগণ উপস্থিত ছিলেন ।
কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয় । পরে সকলের মাঝে বিজয় ফুল ম্যাগাজিনও বিতরণ করা হয়। বিশিষ্ট নারী শিক্ষাবিদ সুরাইয়া বেগম শিশুদের নিয়ে বিএনসিপির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে বিএনসিপির উত্তোরত্তর সাফল্য কামনা করেন ।
বিএনসিপির জামালপুর প্রদেশের প্রেসিডেন্ট মো: মাহফুজুল হক (তুষার) বলেন, দেশের অবহেলিত শিশুদেরকে নানা বিষয়ে পারদর্শী করে তুলতে বিএনসিপি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জামালপুরের সকল স্তরের শিশুদের নিয়ে বিএনসিপি কাজ করে যাবে ।
Post Views:
84
আপনার মতামত লিখুন :