কেন্দ্রীয় বিএনসিপির ৭ম প্রতিষ্ঠাবার্ষীকি পালন করল বিএনসিপি বগুড়া
Admin
প্রকাশের সময় : ১৩/১২/২০১৮, ৮:০৬ AM
মোঃ রিফাত,বগুড়াঃ
বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট কেন্দ্রীয় বিএনসিপির ৭ম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে বগুড়া রেলওয়ে স্টেশনে গত ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার বিএনসিপি বগুড়া প্রদেশ পথশিশুদের নিয়ে দিনটি উদযাপন করে।
অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন বগুড়া প্রদেশের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য মোঃ আনোয়ার হোসেন (রানা) এবং উপদেষ্টা আদনান চৌধুরী । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনসিপি বগুড়া জেলা শাখার প্রেসিডেন্ট মোঃ রিফাত হোসেন।
এসময় পথ শিশুদের নিয়ে নানাভাবে দিনটি উদযাপন করেন বিএনসিপি বগুড়া প্রদেশের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট আবু নাসিম, সহ-অর্থ সম্পাদক সাব্বির, শিশু সংসদ সদস্য আল-আমিন,দীপ,ইমন,নাঈম প্রমূখ।
পরিশেষে পথশিশুদের নিয়ে কেক কর্তন এবং খাবার বিতরণ করা হয়। এই অানন্দ অায়োজনের অংশ হিসেবে উপস্থিত থাকতে পেরে শিশুরাও অনেক আনন্দিত।
Post Views:
88
আপনার মতামত লিখুন :