কবিতা: পুতুল-পুতুল খেলা


Admin প্রকাশের সময় : ২১/০১/২০২১, ৯:৪৪ AM
কবিতা:  পুতুল-পুতুল খেলা

পুতুল-পুতুল খেলা

আখতারুজ্জামান আশা ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম

ছোট্টবেলার খেলার সাথী আম কুড়ানোর সঙ্গী,

সাজ পড়াতে সাধ পুরাতে ধরছি নানান ভঙ্গি

ধুলোবালির কোর্মা-পোলাও,পোড়ামাটির শিন্নি,

পাক্কা হাতের তুই রাঁধুনি বেশ ছিলি তুই গিন্নি

চুলোয় দিয়ে মাটির হাঁড়ি সব হয়েছে রান্না,

মিছেমিছি দুই চোখেতে ধোঁয়া লেগেই কান্না

ঠিকমতো নুন হলো কি না মুখে দিয়ে চাখছি,

বালি দিয়ে ঘর সাজিয়ে গায়ে ধুলো মাখছি


শোবার ঘরে একইসাথে শুতাম আমরা দুজন,

তুই যে ছিলি খেলার সাথী শোবার ঘরে কূজন

পুতুল বিয়ের সাথে দুজন খেলছি বিয়ে খেলা,

পুতুল বিয়ের দিন ফুরোলো কাটল ছোটবেলা

বড় হয়ে ঘটল যে ক্যান পুতুল খেলার ইতি,

মিষ্টিমায়ায় দোদুল দোলায় ছোট্টবেলার স্মৃতি

এমনিভাবে থাকতো যদি পুতুল পুতুলখেলা,

ডিঙি তরি ভাসিয়ে দিয়ে কাটিয়ে দিতাম বেলা