কবিতা-চঞ্চল


Sub Editor প্রকাশের সময় : ২৬/০৩/২০২৪, ১:০০ AM
কবিতা-চঞ্চল
শিশু তুমি ফুলের মত স্বচ্ছ হও
এই ছেলে-বেলা খুঁজে পাবে না আর
তাই মন বড় করে জীবন,
উপভোগ করা বুঝে নাও
হও দুস্টু, হও চঞ্চল, না হয় মানলে না একটু সময়
তাতে কি? এখন তোমার হৃদয় ভারী হওয়ার নয়
শিশু তুমি দীর্ঘশ্বাস নেয়া শেখো
মাটির সবুজ ঘাস থেকে শুরু করে
আকাশ পর্যন্ত দেখো
দেখবে তুমিই আগামী তুমিই বীর
এই কথা মনে বন্দি রেখে,
দিনের সাথে এগিয়ে চলো
আমার এই লেখায় বুঝবে না এখন গভীরতা
শৈশব কৈশোর ছেড়ে যখন প্রাপ্ত হবে
বুঝবে কি সরল ছিলা।
লেখক: শাহরিয়ার ইসলাম আলাক
শ্রেণি: দ্বাদশ
ছবি: এহসানুল সিদ্দিক অরণ্য