কবিতা: টুপটাপ বৃষ্টি


Admin প্রকাশের সময় : ২২/০৮/২০২০, ৯:৩২ PM
কবিতা: টুপটাপ বৃষ্টি

 

টুপটাপ বৃষ্টি

মোঃ হাসু কবির

টুপটাপ টুপটাপ

ঝরে ঐ বৃষ্টি

মনকাড়া শব্দের

হয় রে সৃষ্টি

ঝিরঝিরে ঝরে পড়ে

ছন্দের তালে

আহা! কী যে ভালোলাগা

টিনেরই চালে

বৃষ্টিতে বেশি মজা

দলবলে ভিজে

সুখে দুখে কাটে ক্ষণ

আরো কত কী যে

খালবিল ভরে উঠে

পথেঘাটে পানি

দুর্ভোগে পথচারী

কষ্টের ঘাণি

স্নান করে তরুলতা

বৃষ্টির জলে

তরতাজা পাক হয়

ভরে ফুলে ফলে