কবিতা: প্রিয় নেতা বঙ্গবন্ধু


Admin প্রকাশের সময় : ২৮/০৪/২০২০, ১:০৫ PM
কবিতা: প্রিয় নেতা বঙ্গবন্ধু
প্রিয় নেতা বঙ্গবন্ধু
মাহির লাবিব,টাংগাইল। বয়স:১২ বছর

তুমি আমাদের মহান নেতা
তুমি আমাদের জাতির পিতা
তারই কথায় হয়েছে
সেই৭ই মার্চের ভাষণ
তারই কথায় হয়েছে
আমাদের দেশের উন্নয়ন
তিনি আমাদের গর্ব,
তিনি আমাদের অহংকার
তার ভাষণের কারণেই
পেয়েছি একটি স্বাধীন দেশ
তার কারণেই পেয়েছি আমরা
পৃথিবীর বুকে একটি দেশ
তাইতো তিনি আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু।