কবিতা: খুকুমনির গাড় নিঃশ্বাসে
Admin
প্রকাশের সময় : ২৭/০৪/২০২০, ১০:৩৮ AM
www.shishubarta,com
খুকুমনির গাড় নিঃশ্বাসে
মোঃ আব্দুল্লাহ বিন সিরাজ, রংপুর
ছোট কোমল শরীরটা
আজ যেন অগ্নিবরণ
ব্যাথার খনি ,, যেন গোটা মাথাটা
কন্ঠনালি যেন কাঁটার আস্তরন।
ক্ষুধায়,ব্যাথায় আর যন্ত্রনায় দিশেহারা
সোনামণি আজ যেন নিরহারা।
হাসপাতালের চার দেওয়ালের মাঝে
মুখোশ পরা, ব্যাথিত সোনামণির চোখ আসে বুঁজে
মোটা কাপড়ে আবৃত মানবির আঁখি বেয়ে
গড়ানো দুফোটা অশ্রু দৃষ্টি নেয় ছেয়ে।
মায়ের হৃদয় গগনে
কালো মেঘে ছেয়ে যায় গোধূলি লগণে
খুকুমণির তপ্ত গাড় নিঃশাসে
বিষন্নতা ছড়িয়ে পড়ে দুর আকাশে।
Post Views:
113
আপনার মতামত লিখুন :