কথা ছিল


Admin প্রকাশের সময় : ২৫/০৩/২০২০, ৬:২০ PM
কথা ছিল

কথা ছিল
_____ মোঃ মাহিন সরকার
কথা ছিল ভালোবাসা এলে
রাত কেটে ভোর আসবে
কেউ সূর্যকে খাবে চুমু।
কথা ছিল ভালোবাসা এলে
ভিখারির থালায় জুটবে অসংখ্য সুখের খবর।
কথা ছিল ভালোবাসা এলে
কৃষকদের চোখগুলো হবে স্বপ্নের মতো,
গেঁয়ো চাষা সোনা মিয়া বলবে,’আর আমাদের হারোনোর নেই ভয়’।
কথা ছিল ভালোবাসা এলে
মায়ের কোল ফিরে পাবে নর্দমায় পরে থাকা জারজ শিশুটি।
কথা ছিল ভালোবাসা এলে
ঝড়ের দিনেও সাগরে তরিত্র চালাতেও
মহাখুশি হবে মাঝি অমিতাভ।
কথা ছিল ভালোবাসা এলে
এক সাথে বাঁচার শপথ নেবে
ভেঙ্গে যাওয়া যৌথ পরিবারটি।
কথা ছিল ভালোবাসা এলে
সংঘাত মাঠে যোদ্ধারা হবে একে অপরের প্রান। কিংবা বন্ধু।
কথা ছিল ভালোবাসা এলে
ঘর ফিরে পাবে সম্বল হারা বোবা মেয়েটি।
কথা ছিল ভালোবাসা এলে
প্রয়োজন হারাবে প্রতিটি বিদ্ধাশ্রমের।
কথা ছিল ভালোবাসা এলে
বাস্তবতা হবে মেনে নেওয়ার মতো সহজ
হবেনা কঠিনের মতো কঠিন।
কথা ছিল ভালোবাসা এলে
এক হবে সব মুখের আদল।
কথা ছিল ভালোবাসা এলে
মানুষ বাঁচতে শিখবে ছায়ার মতো কাছাকাছি থেকে।
ভালোবাসা এসেছে ঠিকই, কথাটি হয়নি ঠিক।
ঠোঁটে ঠোঁটে ভালোবাসা এলো,সবার মুখ হলো সাধু
অথচ হৃদয় ওদের এক একটি রঙিন মুখোশ।