কবিতা: বাংলাদেশ


Admin প্রকাশের সময় : ১২/০৩/২০২০, ৪:০০ PM
কবিতা: বাংলাদেশ

বাংলাদেশ
রাশেদ প্রধান, গাইবান্ধা

বাংলাদেশের মাঠে-ঘাটে,
সবুজ শ্যামলের মেলা
সবুজ ধানের গাছের উপর
প্রজাতির খেলা।
মাঠ ভরা ফসল দেখলে
জুড়ায় মন প্রান
দোয়েল পাখি শিশ দেয়
ময়না করে গান।
রাখাল বাজায় মধুর বাশি
সবুজ মাঠে বসে।
কৃষক ক্ষেতে কাজ করে
গান গায় আর হাসে।