কবিতাঃ আমি ধর্ষিতা


Admin প্রকাশের সময় : ১১/০১/২০২০, ১২:২৭ PM
কবিতাঃ আমি ধর্ষিতা

 আমি ধর্ষিতা
ধনিময় ত্রিপুরা
খাগড়াছড়ি।
৩ বছরের ছোট্ট মিমু আমি
বাবার খুব আদরের
মা বলতেন খুকি,
ঠিক হয়েছে বাবার মতোই
হয়েছে সবে ১৪,
১৫ ও তো বলা যায় না।
বাবা কেমন জানি বুঝায় আমায়,,,
সত্যি বাবাকি পাল্টে গেল?
দিন দিন কি বড় হচ্ছি,
কত আদরের,
ছেলের না শুধু, মেয়েদেরও
বুঝার বারন নাই,
তাই বলে কি,,, বাবার একটুও শরম নাই?
মা শুনলে কি জানি ভাববো,
থাক,,,,,আর বলা হলো না,,
বাবা যে কেমন জানি আমার বড্ড ভয় হয়।
থাক ভাই জানলে পিঠে আর চামরা থাকবে না,,,
তো কাকে বলি আমি?..
কাউকে তো বলার সাহজ পাচ্ছি না,,,,
মাকে একটু জানাই দেখি,,,
মনে জোড় নিয়ে সাহজ করে হাজির হলাম
বড্ড দেরি মাগো আগে বলোনি কেন?..
হাইহাই দুষি তো আমিই নিজেই এখন,,,
বলতে গেলাম কেন,
পাড়াপড়ছি জানতে পারলে,
বাচতে চাইব না,,,,
মা অনেক সাহসে কর্তার কাছে যায়,,
হে মোর বিচার করো তুমি,,,
আমার মুখে নাই ভাষা,,,
এই আমি ধর্ষিতার মাতা,,,,