কবিতাঃ ছড়াওয়ালা


Admin প্রকাশের সময় : ০৬/০১/২০২০, ১০:৩০ PM
কবিতাঃ ছড়াওয়ালা
কবিতা
ছড়াওয়ালা
ছাদির হুসাইন, ছাদিআম্বরখানা, সিলেট।
ছড়া নেবেন ছড়া?
গাঁয়ের ছড়া মায়ের ছড়া
শিশুকিশোর মজার ছড়া
নরম গরম ছড়া,
ছড়া নেবেন ছড়া?
নীতির ছড়া প্রীতির ছড়া
হাসি-কান্না জয়ের ছড়া
ভালোবাসার ছড়া,
ছড়া নেবেন ছড়া?
গানের ছড়া প্রাণের ছড়া
নদী-নালা ধানের ছড়া
ছন্দ বর্ণ ছড়া,
ছড়া নেবেন ছড়া?
চাষির ছড়া বাঁশির ছড়া
হরেকরকম ফুলের ছড়া
নানান ঋতুর
  ছড়া,
ছড়া নেবেন ছড়া?
হাটের ছড়া ঘাটের ছড়া
সর্ব লোকের পাঠের ছড়া
লাল-সবুজের ছড়া,
ছড়া নেবেন ছড়া?