কবিতা সেবা


Admin প্রকাশের সময় : ০৩/১০/২০১৯, ৪:২৭ PM
কবিতা সেবা
সেবা
 উৎসর্গঃ রোভার স্কাউট

মোঃ রাকিবুল ইসলাম 
শিক্ষার্থী, এস.পি.আই

দীক্ষা নিয়ে শিক্ষা নিয়ে,
দেয় যে রোভার সেবা।
ধরার মাঝে এমন সাধক
কোথায় পাবে কে বা।
বৃষ্টি মাঝে রৌদ্র তাপে,
যায় যে ওরা খেটে।
দশের তরে সেবা করে,
মনের খায়েশ মেটে।
অর্থ দিয়ে রক্ত দিয়ে,
নিজের স্বার্থ ফেলে।
আপন মনে সামনে চলে,
আলোর মশাল জ্বেলে।
বিশ্ব গড়ার বীর যে ওরা,
ব্যাডেন পাওয়েল সেনা।
মহান কাজে রোভার সবে,
বিশ্বের সবার চেনা।
দেশের জন্য দশের জন্য,
দেয় যে মন ও প্রাণ।
তাইতো ধরা গাইছে যে আজ,
ওদের তরে গান।