কবিতাঃ মুক্ত ঘুড়ি
Admin
প্রকাশের সময় : ২০/০৯/২০১৯, ১১:৫৯ PM
মুক্ত ঘুড়ি
নুর ইসলাম
ভালুকা, ময়মনসিংহ
আমাদের মাঠে গাটে,
সবুজ শষ্যে তুলে ঢেউ।
অনাহারে রইনা তো-
আর কেউ।
যে দিকে যায় সে দিকে দেখি,
সবুজ শষ্যে মাঠ ভর্তি।
আজ কৃষকের ঘরে নাই-
কোনো অশান্তি।
শিশু কৈশোর সবার মাজে,
লেগেছে আন্দের বেরি।
সবাই আজ ধরি ছেড়া- মুক্ত ঘুড়ি।
Post Views:
127
আপনার মতামত লিখুন :