কবিতাঃ পথ শিশু ।।


Admin প্রকাশের সময় : ১৬/০৯/২০১৯, ৮:৫০ PM
কবিতাঃ পথ শিশু ।।
পথ শিশু
আসমা আক্তার শিমু
সিআরপি,
সাভার, ঢাকা
পথের পাশের সেই শিশুটির
নেই নাতো কেউ খোঁজ,
অনাহারে অর্ধাহারে
কাটছে যে রোজ রোজ।
গায়ের জ্বরে পুড়ে মরে
নেই যে ঔষধ ঘরে,
যত্ন ছাড়া, পথ্য ছাড়া
জীবন দূর্বিষারে।
কেউ করে না একটু আদর পথশিশু বলে,
দুঃখ ব্যথা ঝরে পড়ে শুধুই চোখের জলে।