কবিতাঃ বড় হবে?


Admin প্রকাশের সময় : ০৬/০৯/২০১৯, ১১:২২ PM
কবিতাঃ বড় হবে?
বড় হবে?
দিপংকর দাশ,
 আজমিরীগঞ্জ,  হবিগঞ্জ।
 
জগৎ মাঝে নিজকে বড়
করতে যদি চাও,
আজকে তুমি ষড়রিপুকে 
পোষ মানিয়ে নাও।
মন্দ ছেড়ে ভালোর পথে
প্রেমেরি গান গাও,
সত্য পথে হাঁটবে সদা
দুখ যদিও পাও।
অপর যদি কষ্টে থাকে
তার পাশেতে যাও,
একটু খানি হলেও তুমি
হাত বাড়িয়ে দাও।
অহংকার হিংসা ক্রোধ
ত্যাগীতে দৃঢ় হও,
বিপদকালে প্রভুর নাম
মনের মাঝে লও।
তবেই তুমি মানুষ হবে
পাবে সুখের দেখা,
ফুটবে বাগে হাসির কলি
মুছে দুখের রেখা।