কবিতাঃ আমার বাংলাদেশ
Admin
প্রকাশের সময় : ০২/০৯/২০১৯, ৫:০০ PM
আমার বাংলাদেশ
মোঃ মাহিন সরকার,
ঠাকুরগাঁ
আমার দেশে ফসল ফলে রাশি রাশি,
কাজের ফাঁকে রাখাল ভাই বাজায় বাঁশি।
দুষ্টু খোকা-খুকি মাঠের মাঝে উড়ায় ঘুড়ি
ফলন দেখে চাষির চোখে খা’ব জাগে ভুঁড়ি ভুঁড়ি।
রুপসী নারী কলসী কাঁধে লয়ে ঘাটে ছুটে যায় গান গেয়ে
বৈঠা হাতে পল্লী মাঝি নৌকা চালায়।
জোনাকিরা নিশীথ রাতে আলোয় জগৎ ভরিয়ে তোলে
প্রবাহিণীর উপর সারাবেলা সাঁকো দুলে।
ফুলে ফুলে উড়ে চলে প্রজাতি
মিছামিছি রাজ্য চালায় শিশু নরপতি।
সকলে হেসে হেসে করে খেলা
মাঝে মাঝে শুরু হয় উৎসব-মেলা।
হেমন্তে চাষা ভাই ধান্য তুলে ঘরে
গোলাভরা ধান্য দেখে চিত্ত যায় ভরে।
হাসি-উল্লাসে সকলের দিবা কেটে যায় বেশ
এইতো অপরুপ রুপে ঘেরা আমার বাংলাদেশ।
Post Views:
103
আপনার মতামত লিখুন :