মাঝরাতে ঘুম ভেঙে যায় আমার।
ঘুম থেকে জেগে দেখি
চারিদিকে থমথম নীরবতা।
কোথাও কেউ জেগে নেই।
পাখিরাও কিচিরমিচির না করেই নীড়ে ঘুমোচ্ছে।
পাড়ার দস্যি ছেলেরাও-
যারা সর্বদা আনন্দে মেতে থাকে
চিৎকার করে গাঁ টাকে উতলা করে রাখে
তারাও ঘুমিয়েছে,কাদেরও কোনো স্বারাসব্দ নেই।
সব বিটপিরাও স্থির,একটুও নড়াচড়া করছেনা।
আকাশের চাঁদটাও নীরবে আলো ছড়াচ্ছে
তারাদের মুখেও কেমন যেন না জ্বলার ভাব।
প্রকৃতিও নীরব থাকতে চায়,
সবাই যেন ঘুমিয়ে থাকতে চায়
জেগে আছি সুধু আমি
আমি একা।
ঘুম আর আসেনা
কেন জেগে আছি নিজেও জানিনা।
ঘুম আর আসেনা।
তবু ঘুমের ভান করো ভাবি-
এ কেমন ব্রক্ষান্ড?
যেখানে ঘুমোনো যায় না শান্তির ঘুম।
হঠাৎ করে ঘুমোও হারিয়ে যায়
যেভাবে হারিয়ে যায় বিশ্বাস,ভালোবাসা।
এ কেমন ব্রক্ষান্ড?
এ ব্রক্ষান্ডে অনেক বছর কাটালাম
তবু আজ পর্যন্ত বুঝে উঠতে পারলামনা
হারানোর যে আর কত বাকি!
আর যে কত তৃপ্তি রুপ নেবে বিষাদের।
কত যে স্বপ্ন সত্যিহবার মাঝপথে এসে পথ হারিয়ে ফেলবে।
আর যে কত অবক্রোশ ছায়া হয়ে থাকবে জীবনের।
এত বছর কাটলো তবুও
কিছুই বুঝতে পারলামনা জীবনের।
তাইতো মাঝরাতে ঘুম ভেঙে যায় আমার
ঘুম আর আসেনা,ঘুমোতে পারিনা আমি।
আপনার মতামত লিখুন :